গুজব রোধে পটুয়াখালী পুলিশ প্রশাসনের প্রচার অভিযান অব্যহত

গুজব রোধে পটুয়াখালী পুলিশ প্রশাসনের প্রচার অভিযান অব্যহত
রিপন কুমার দাস,পটুয়াখালীঃ-ভিত্তিহীন, বাস্তবতা বিবর্জিত গুজব "পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা এবং রক্ত লাগবে" ও "গণপিটুনি দিয়ে মানুষ হত্যা" রোধে বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি মহোদয় কর্তৃক ঘোষিত ২৫-৩১ জুলাই পর্যন্ত “গণসচেতনতা সপ্তাহ” পালনের লক্ষ্যে পটুয়াখালী জেলার কার্যক্রম ২৫ জুলাই/১৯ সকালে পুলিশ লাইনস্ এর সামনে থেকে শুরু হয়।এরই ধারাবাহিকতায় গণসচেতনতা সপ্তাহের ২য় দিনে বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় খুদবার আগে সম্মানিত মুসল্লিগণদের সাম্প্রতিক গুজব সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহযোগিতা নিতে বলা হয়। এতদ্ব্যতীত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও ধর্ষণ এর বিরুদ্ধে পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান শহরের বড় মসজিদে খুদবার পূর্বে বক্তব্য রাখেন এবং পুলিশ সুপারের নির্দেশে সকল অফিসার গ্রুপে বিভক্ত(ভাগ ভাগ হয়ে) হয়ে জেলার পৃথক পৃথক মসজিদে উক্ত কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও বিশস্ত সূত্রে খোজ খবর নিয়ে জানাযায় যে পটুয়াখালীর জেলার প্রতিটা থানায় মসজিদ গুলোতে এই কার্যক্রম চালানো হয়।এছাড়াও পুলিশ সুপার মইনুল হাসানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এএসপি থেকে শুরুকরে তদুর্ধ সকল পুলিশ কর্মকর্তা প্রত্যেকে পৃথক পৃথক পটুয়াখালীর প্রত্যেকটি থানায় আজ বিকাল ৫টায় একযোগে কমিউনিটিং পুলিশিং সভায় অংশগ্রহন করে জনসচেতনাতা মূলক বক্তব্য প্রদান করেন। "গণসচেতনতা সপ্তাহ"উপলক্ষ্যে গ্রাম থেকে শহর সর্বত্র সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে পটুয়াখালী জেলার গ্রাম পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।এ সময় গুজব প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা তুলে ধরে সবাইকে সদা জাগ্রত থাকার জন্য বলেন।